Follow Me On Starmekar
꧁Sukumar_Maity꧂
Room Id 119904
M..ঝিরি ঝিরি বৃষ্টিতে মিঠি মিঠি দৃষ্টিতে
এই আলো ছায়াতে মনে কি হয় বলো বলো?
F..মনে হয় তুমি যে শাওন হয়ে
ভেজালে আমাকে অঝোর ধারায়
দুষ্টমি করে শুধু দুষ্টমি করে
মনে হয় তুমি যে শাওন হয়ে
ভেজালে আমাকে অঝোর ধারায়
দুষ্টমি করে শুধু দুষ্টমি করে
Follow Me On Starmekar
꧁Sukumar_Maity꧂
Room Id 119904
F..বয় যে পাগল হাওয়া আঁচল যায় না গায়ে রাখা
কি যে করি..ভেবে মরি
বয় যে পাগল হাওয়া আঁচল যায় না গায়ে রাখা
কি যে করি..ভেবে মরি
হো এমন অবুঝ ধারাতে দুলে দো দুল দোলাতে
প্রাণে প্রাণ জড়াতে মনে কি হয় বলো?
M..মনে হয় তুমি যে শাওন হয়ে
এলে যে কাছে তে চুপি চুপি বহুদিন পরে
বহুদিন পরে
F..মনে হয় তুমি যে শাওন হয়ে
ভেজালে আমাকে অঝোর ধারায়
দুষ্টমি করে শুধু দুষ্টমি করে
Follow Me On Starmekar
꧁Sukumar_Maity꧂
Room Id 119904
M..কি হবে আর দূরে থেকে বাধার বাঁধন খুলে এসো কাছে হৃদয় মাঝে
কি হবে আর দূরে থেকে বাধার বাঁধন খুলে এসো কাছে হৃদয় মাঝে
শাওন এর এই মতি গতি দুজনার এই মাতামাতি
মনে রং লাগে যদি তবে কি হয় বলো বলো?
F..মনে হয় তুমি যে শাওন হয়ে
ভাষালে শুধুই আমাকে তোমার
প্রেমেরই জোয়ারে প্রেমেরই জোয়ারে
মনে হয় তুমি যে শাওন হয়ে
ভেজালে আমাকে অঝোর ধারায়
দুষ্টমি করে শুধু দুষ্টমি করে
M..হু উঃউঃউঃউঃউঃহু উঃউঃউঃউঃ উঃ
হু উঃউঃউঃউঃউঃহু উঃউঃউঃউঃ উঃ