menu-iconlogo
huatong
huatong
avatar

এ জীবন তোমাকে দিলাম বন্ধু

Mitali Mukherjee/Kumar Sanuhuatong
sambomanhuatong
Lyrics
Recordings
এ জীবন তোমাকে দিলাম বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও

সুখের চেয়েও সুখ, তুমি যে আমার..

প্রিয় থেকেও তুমি, বেশি প্রিয়..

তুমি শুধু ভালবাসা দিও

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও

এ জীবন তোমাকে দিলাম বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও

চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি

আরও চাওয়া, আরও পাওয়া রয়েছে বাকী

তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি

মরন হলেও যেনো, তোমারি থাকি

সুখের চেয়েও সুখ, তুমি যে আমার..

প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়..

তুমি শুধু ভালবাসা দিও

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও

জান বলে জেনেছি, প্রান বলে মেনেছি

মন বলে তুমি যে, তার চেয়ে দামী

তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছ

নতুন জীবন যেনো, পেয়েছি আমি

সুখের চেয়েও সুখ, তুমি যে আমার..

প্রিয় থেকেও তুমি, বেশি প্রিয়..

তুমি শুধু ভালবাসা দিও

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও

এ জীবন তোমাকে দিলাম বন্ধু

তুমি শুধু ভালবাসা দিও

বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও

More From Mitali Mukherjee/Kumar Sanu

See alllogo

You May Like