menu-iconlogo
huatong
huatong
mohammed-azizbappi-lahiri-mon-bhore-jai-cover-image

Mon Bhore Jai

Mohammed Aziz/Bappi Lahirihuatong
poguejvhuatong
Lyrics
Recordings
এ এহে এ

এ এ হে

আহা হা

মন ভরে যায় দেখে

ঘুম ঘুম ফুলে ভরা বন

কতবার দেখেছি তো

ভিজে যাওয়া এ বনের মন

লা রা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

মন ভরে যায় দেখে

ঘুম ঘুম ফুলে ভরা বন

কতবার দেখেছি তো

ভিজে যাওয়া এ বনের মন

লা রা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে

চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার বাঁকে

এখানে আকাশ নীল যাযাবর মনটাকে ডাকে

চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথটার বাঁকে

বৈরাগী দিন যেন যেতে যেতে থামে শুনে

নেশা ধরা পাখির কূজন

লা রা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন

কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন

আমার (আমার)

মনের কথা (মনের কথা)

ফুল হয়ে ফুটে আছে

কারো.. মনেতে এখানে

স্বপ্নের (স্বপ্নের)

দ্বার কত (দ্বার কত)

ছড়িয়ে রয়েছে পড়ে

যেখানে সেখানে

সোনালী আলোর ধান,সবুজের হাটে এসে নামে

মুগ্ধ পথিক মন,ভাবনার তীরে এসে থামে

সোনালী আলোর ধান,সবুজের হাটে এসে নামে

মুগ্ধ পথিক মন,ভাবনার তীরে এসে থামে

শীতল ছায়ার তলে মনের মানুষ নিয়ে

ঘর পেতে বসেছে জীবন

লা রা লা লা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা বন

কতবার দেখেছি তো ভিজে যাওয়া এ বনের মন

লা রা লা লা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

লা রা লা লা লা লা লা লা লা

More From Mohammed Aziz/Bappi Lahiri

See alllogo

You May Like