menu-iconlogo
huatong
huatong
avatar

Jibon Hoilo Eter Vata

Mohasin Rezahuatong
Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓhuatong
Lyrics
Recordings
ওরে জীবন হইল ইটের ভাটা

ধিকি ধিকি জলেরে

সুখ যে আছে এই জীবনে

কোন পাগলে বলে রে

ওরে জীবন হইল ইটের ভাটা

ধিকি ধিকি জলেরে

সুখ যে আছে এই জীবনে

কোন পাগলে বলে রে

সুখ যে আছে এই জীবনে

কোন পাগলে বলে রে

ওরে সর্বজনে কয়

ধর্মের চেয়ে কর্ম বড়

কর্মে ধর্ম হয়

ওরে সর্বজনে কয়

ধর্মের চেয়ে কর্ম বড়

কর্মে ধর্ম হয়

যাইবা নারে ওই বেহেশতে

কর্মে ফাঁকি দিলে রে

কোন পাগলে বলে রে

ওরে জীবন হইল ইটের ভাটা

ধিকি ধিকি জলেরে

সুখ যে আছে এই জীবনে

কোন পাগলে বলে রে

সুখ যে আছে এই জীবনে

কোন পাগলে বলে রে

ওরে কাদিস কেনে মন

তুমি কাদিলে অঝোর ধারায়

কাঁদিবে নয়ন

ওরে কাদিস কেনে মন

তুমি কাদিলে অঝোর ধারায়

কাঁদিবে নয়ন

সুখ যে হইলো সোনার হরিণ

সহজে কি মেলে রে

কোন পাগলে বলে রে

ওরে জীবন হইল ইটের ভাটা

ধিকি ধিকি জলেরে

সুখ যে আছে এই জীবনে

কোন পাগলে বলে রে

ওরে জীবন হইল ইটের ভাটা

ধিকি ধিকি জলেরে

সুখ যে আছে এই জীবনে

কোন পাগলে বলে রে

সুখ যে আছে এই জীবনে

কোন পাগলে বলে রে

More From Mohasin Reza

See alllogo

You May Like

Jibon Hoilo Eter Vata by Mohasin Reza - Lyrics & Covers