menu-iconlogo
huatong
huatong
mohasin-reza-jole-vasha-poddo-ami-cover-image

Jole Vasha Poddo Ami

Mohasin Rezahuatong
Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓhuatong
Lyrics
Recordings
জলে ভাসা পদ্ম আমি...

শুধুই পেলাম ছলনা

ও আমার সহেলী..

আমার নাই তো কোথাও কোন ঠাঁই

বুকের জ্বালা কোথায় যে জুড়াই..

বুকের জ্বালা কোথায় যে জুড়াই..

ও আমার সহেলী..

আমার নাই তো কোথাও কোন ঠাঁই।

চুয়া চন্দন ফুলের মালা...

নাইতো এ কপালে..

সুখ যে আমার সতীন কাঁটা...

ছেড়েছে কোন কালে....

বেশ বসনে কাজ কি আমার

কারে বা দেখাই

আমি কারে বা দেখাই

ও আমার সহেলী...

আমার নাই তো কোথাও কোন ঠাঁই

পাঁচজনে যে বলে আমায়...

কলঙ্কনী রাঁধা..

একূল ওকূল নাইতো আমার....

পদে পদে বাঁধা..

কে যে দেবে পাড়ের কড়ি

কোথায় তারে পাই

আমি কোথায় তারে পাই

ও আমার সহেলী...

আমার নাই তো কোথাও কোন ঠাঁই

বুকের জ্বালা কোথায় যে জুড়াই..

বুকের জ্বালা কোথায় যে জুড়াই..

ও আমার সহেলী..

আমার নাই তো কোথাও কোন ঠাঁই।

জলে ভাসা পদ্ম আমি...

শুধুই পেলাম ছলনা

শুধুই পেলাম ছলনা

ও আমার সহেলী..

আমার নাই তো কোথাও কোন ঠাঁই

More From Mohasin Reza

See alllogo

You May Like