F শত বছর আগে তোমারি ছিলাম আমি 
শত বছর পরও থাকবো 
শত বছর আগে তোমারি ছিলাম আমি 
শত বছর পরও থাকবো 
তোমায়..কথা দিলাম 
চিরদিনি এই কথা রাখবো হো ওও 
M শত বছর আগে তোমারি ছিলাম আমি 
শত বছর পরও থাকবো 
শত বছর আগে তোমারি ছিলাম আমি 
শত বছর পরও থাকবো 
তোমায়..কথা দিলাম 
চিরদিনি এই কথা রাখবো 
F ও বিশ্বাস ছিলো মনে, 
দেখা হবে কোনো.. একদিন 
তোমারি কাছে আছে বহু দিনের কিছু ঋন 
M এতো কাছে ছিলে তুমি 
চিনতে পারেনি..এই মন 
খুঁজেছি খুঁজেছি আমি 
তবু তোমায় সারাক্ষণ 
F ফুরাবেনা কখনো আর 
ভালোবাসা তোমার আমার 
শুধু বলব 
M তোমায়..কথা দিলাম 
চিরদিনি এই কথা রাখবো হো ওও 
F শত বছর আগে তোমারি ছিলাম আমি 
শত বছর পরও থাকবো 
M ভাবলেই লাগে সব আধো আধো স্বপ্ন যেন 
বলোনা আরো আগে ধরা দিলে না কেন...ওও 
F নিশ্বাস হয়ে তুমি 
মিশে ছিলে বুঝি এই প্রাণে 
দেখেছি তোমার ছায়া প্রতিদিনি সবখানে... 
M ফুরাবেনা কখনো আর 
ভালোবাসা তোমার আমার 
শুধু বলব 
F তোমায়..কথা দিলাম 
চিরদিনি এই কথা রাখবো হো ওও 
M শত বছর আগে তোমারি ছিলাম আমি 
শত বছর পরও থাকবো 
F শত বছর আগে তোমারি ছিলাম আমি 
শত বছর পরও থাকবো 
M তোমায়..কথা দিলাম 
F/M চিরদিনি এই কথা রাখবো