menu-iconlogo
huatong
huatong
avatar

দুষ্টু কোকিল Dushtu Kokil

Mohon/Kona/Akashhuatong
noephoenixhuatong
Lyrics
Recordings
F: ফাগুন মাসে কাঁচা বাঁশে

গুন গুনিয়ে ভোমর আসে ২

ফাগুন মাসে কাঁচা বাঁশে

গুন গুনিয়ে ভোমর আসে

প্রেমের লাগে বুকটা করে আঃ আঃ উঃ

দুষ্টু কোকিল ডাকেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

মনে বাঁশি বাজেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

দুষ্টু কোকিল ডাকেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

মনে বাঁশি বাজেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

==আপলোড বাই মোহন==

ওয়াল্ড অফ মিউজিক ফ্যামিলি

চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না

ভালোবাসার নামে কেন করো শুধুই ছলনা

চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না

ভালোবাসার নামে কেন করো শুধুই ছলনা

থাকলে তুমি আসে পাশে

মনে আমার আবেগ আসে

প্রেমের লাগি বুকটা করে আহ আঃ উঃ...

দুষ্টু কোকিল ডাকেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

মনে বাঁশি বাজেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

দুষ্টু কোকিল ডাকেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

মনে বাঁশি বাজেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

M: নদীর বুকে জল, আমি কি তোর পর

আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর

নদীর বুকে জল, আমি কি তোর পর

আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর

==আপলোড বাই মোহন==

F: ধিকি ধিকি জ্বলে আগুন জলের ছিটায় নেবে না

খোলা আছে মনের দুয়ার বাইরে তুমি থেকো না

ধিকি ধিকি জ্বলে আগুন জলের ছিটায় নেবে না

খোলা আছে মনের দুয়ার বাইরে তুমি থেকো না

কত চেয়ে আছি বসে কখন তুমি আসবে পাশে

প্রেমের লাগি বুকটা করে আহ আঃ উঃ

দুষ্টু কোকিল ডাকেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

মনে বাঁশি বাজেরে কু-কু-কু-কু-কু-কু-কু-কু

music

কু-কু-কু-কু-কু-কু-কু-কু

music by mohon.....

কু-কু-কু-কু-কু-কু-কু-কু

More From Mohon/Kona/Akash

See alllogo

You May Like