ইচ্ছে করে জানতে
আমি জিন্দা নাকি লাশ
দোযখের অন্য নাম
কি শুধুরে প্রবাস
ইচ্ছে করে জানতে
আমি জিন্দা নাকি লাশ
দোযখের অন্য নাম
কি শুধুরে প্রবাস
বছর ঘুরে আসে বছর
আমি গুণী দিন
আর কতটা সাজাই পাবো
সুখের সেই হরিণ
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
যে সবার সুখের জন্য
হয় ব্যস্ত রাত দিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
মিউজিক
আমি কেমন আছি কি খেয়েছি
রাখে না কেউ খোঁজ
আমার চোঁখের জলে মরুভূমি
তৃষ্ণা মেটায় রোজ
ও বন্ধু বান্ধব ভাই বোনেরা
করে টেলিফোন
কেউ বা চাই ল্যাপটপ
আর কেউবা দামি ফোন
কারো চাওয়া ব্যর্থ হলে
মুখ করে মলিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
যে সবার সুখের জন্য
হয় ব্যস্ত রাত দিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
মিউজিক
আহা আ আ না না না
জানি সবার কাছে আমার চেয়ে
টাকার বেশি দাম
শুধু সূর্য জানে প্রতি টাকায়
ঝরায় কত ঘাম
ওহো ও আমায় দেখে মরণ হাসে
কান্না করে মান
তারার সাথে কথা বলে
জুড়ায় ব্যকুল প্রান
বোবা ভাষায় বাবাও বলে
বাকি সুদের ঋণ
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
যে সবার সুখের জন্য
হয় ব্যস্ত রাতদিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
ইচ্ছে করে জানতে
আমি জিন্দা নাকি লাশ
দোযখের অন্য নাম
কি শুধুরে প্রবাস
বছর ঘুরে আসে বছর
আমি গুণী দিন
আর কতটা সাজাই পাবো
সুখের সেই হরিণ
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
যে সবার সুখের জন্য
হয় ব্যস্ত রাত দিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন
আমি টাকার এক মেশিন