menu-iconlogo
huatong
huatong
monali-thakur-tumi-robe-nirob-cover-image

Tumi Robe Nirob

Monali Thakurhuatong
poprocksincoke54huatong
Lyrics
Recordings
তুমি রবে নীরবে(রবীন্দ্র সংগীত)

রাগ: বেহাগ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৮ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ):

রচনাস্থান: জোড়াসাঁকো

তুমি রবে নীরবে

হৃদয়ে মম......

তুমি রবে নীরবে

নিবিড়, নিভৃত,পূর্ণিমা

নিশীথিনী সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম........

তুমি রবে নীরবে।

মম জীবন যৌবন

মম অখিল ভুবন.....

তুমি ভরিবে গৌরবে....

নিশীথিনী সম

তুমি রবে নীরবে....

হৃদয়ে মম......

তুমি রবে নীরবে।

গানের তাল,লয়,সুর এবং

উচ্চারণের দিকে খেয়াল রাখিবেন

জাগিবে একাকী

তব করুণ আঁখি....

তব অঞ্চল ছায়া

মোরে রহিবে ঢাকি

মম দুঃখবেদন

মম সফল স্বপন.....

মম দুঃখবেদন

মম সফল স্বপন.....

তুমি ভরিবে সৌরভে

নিশীথিনী সম।

তুমি রবে নীরবে

হৃদয়ে মম........

তুমি রবে নীরবে

নিবিড় নিভৃত,পূর্ণিমা

নিশীথিনী সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম.........

তুমি রবে নীরবে॥

কন্টিনিউ করার পূর্বে গানটি

বারবার শুনে নিবেন

সমাপ্ত

More From Monali Thakur

See alllogo

You May Like