Re Arranged Track By
Part 1 Female Part 2 Male
Tumi Amar Moner Manus
Hasi
হুম.হুম.হুম.হুম..
আআ.আ.আ.আ..
লা.লা লা লা..লা.লা
Hasi
তুমি আমার মনের মানুষ,
মনেরি ভিতর...
তুমি আমার মনের মানুষ
মনেরি ভিতর...
তুমি আমার জান বন্ধু,
অন্তরের অন্তর...
তুমি আমায় কইরো না কো
কোন দিনও পর
গানটি ভালো লাগলে ইনভাইট
করতে ভুলবেন না প্লিজ
আমাকে ফলো দিয়ে একটিভ
থাকুন আরও গানের জন্য
Hasi
তোমায় এক নজর না দেখলে পরে
পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে
তৃষ্ণা আরো বারে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
হায়রে আমি অভাগিনী
পিপাসায় কাতর....
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় কইরো না কো,
কোন দিনও পর
গানটি ভালো লাগলে ইনভাইট
করতে ভুলবেন না প্লিজ
আমাকে ফলো দিয়ে একটিভ
থাকুন আরও গানের জন্য
Hasi
তোমার এতো ভালোবাসা আমি
বলো কোথায় রাখি
বুকের খাঁচায় বন্দি থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে
করি গো আদর....
তুমি আমার জান বন্ধু,
অন্তরের অন্তর....
তুমি আমায় কইরো না কো
কোন দিনও পর
তুমি আমার মনের মানুষ
মনেরি ভিতর...
তুমি আমার মনের মানুষ
মনেরি ভিতর...
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর...
তুমি আমায় কইরো না কো
কোন দিনও পর...
তুমি আমার মনের মানুষ
মনেরি ভিতর...
তুমি আমার মনের মানুষ
মনেরি ভিতর...
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর...
তুমি আমায় কইরো না কো
কোন দিনও পর
Hasi