menu-iconlogo
logo

নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি

logo
avatar
Monir Khan/Sabina Yasminlogo
🌟♻️BDPAVEL🌟♻️❤️MON❤️logo
Sing in App
Lyrics
[HD] নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি

মনির খান ও সাবিনা ইয়াসমিন

[M] নিঃশ্বাসে তুমি,বিশ্বাসে তুমি

জীবনে তুমি,মরনেও তুমি..

তুমি...তুমি...তুমি

শুধু যে তুমি..

[F] শয়নে তুমি,স্বপনেও তুমি

অন্তরে তুমি,বাহিরেও তুমি

তুমি...তুমি... তুমি

শুধু যে তুমি

[M] নিঃশ্বাসে তুমি,বিশ্বাসে তুমি..

[F] ও...ও...ও.ওও

ও...ও...ও..ওও

কপালে লাল টিপ সে তো তুমি

পরনে পেচানো শাড়ি সে তো তুমি

[M] আকাশে চাঁদ হাসে সে তো তুমি

ঝিঁকিমিকি তারা জলে সে তো তুমি

তুমি...তুমি ...তুমি

শুধু যে তুমি..

[F] শয়নে তুমি, স্বপনেও তুমি..

[M] ও...ও...ও..ওও

ও...ও...ও..ওও

আঁধারে জোনাকি-টা সে তো তুমি

সাত রঙের রংধনু সে তো তুমি

[F] যার কোন শেষ নেই সে তো তুমি

ফুরালেও ফুরাবেনা সে তো তুমি

তুমি...তুমি ...তুমি

শুধু যে তুমি

[M] নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি

জীবনে তুমি, মরনেও তুমি

তুমি...তুমি...তুমি

শুধু যে তুমি

[F] শয়নে তুমি, স্বপনেও তুমি

অন্তরে তুমি, বাহিরেও তুমি

তুমি...তুমি...তুমি

শুধু যে তুমি

[M] নিঃশ্বাসে তুমি,

[F] বিশ্বাসে তুমি..

নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি by Monir Khan/Sabina Yasmin - Lyrics & Covers