menu-iconlogo
huatong
huatong
avatar

খড়কুটার এক বাসা বাঁধলাম Khor Kutar Ek Basa

Monir Khanhuatong
nessasbeennghtyhuatong
Lyrics
Recordings
খড় কুটার এক বাসা বাঁধলাম

বাবুই পাখির মতো

এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যতো

খড় কুটার এক বাসা বাঁধলাম

বাবুই পাখির মতো

এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যতো

একটা ময়না পাখি সেই বাসায়

পুষি কতো ভালোবাসায়

তারে চোঁখে চোঁখে রাখি

উইড়া যেনো না যায় আমার

পোষা ময়না পাখি পাখি চোঁখে চোঁখে রাখি

উইড়া যেনো না যায় আমার

পোষা ময়না পাখি

খড় কুটার এক বাসা বাঁধলাম

বাবুই পাখির মতো

এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যতো

ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পালায়

ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পালায়

সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়

পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে

পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে

তবু ভয়ে থাকি

উইড়া যেনো না যায় আমার

পোষা ময়না পাখি পাখি চোঁখে চোঁখে রাখি

উইড়া যেনো না যায় আমার

পোষা ময়না পাখি

খড় কুটার এক বাসা বাঁধলাম

বাবুই পাখির মতো

এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যতো

কোন ফাঁকে পালাইয়া গেলো পাইলাম নারে টের

পাখি টা হইলো না আপন কপালেরই ফের

কোন ফাঁকে পালাইয়া গেলো পাইলাম নারে টের

পাখি টা হইলো না আপন কপালেরই ফের

ভাবের বুঝি অভাব ছিলো

তাই এমন প্রতিশোধ নিলো

ভাবের বুঝি অভাব ছিলো

তাই এমন প্রতিশোধ নিলো

কান্দাইলো দুই আঁখি

উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি

আমি দুঃখ কোথায় রাখি

উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি

খড় কুটার এক বাসা বাঁধলাম

বাবুই পাখির মতো

এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যতো

খড় কুটার এক বাসা বাঁধলাম

বাবুই পাখির মতো

এই হৃদয়ের ভালবাসা দিলাম আছে যতো

একটা ময়না পাখি সেই বাসায়

পুষে ছিলাম কতো আশায়

আমি দুঃখ কোথায় রাখি

উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি

আমি দুঃখ কোথায় রাখি

উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি

উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি

উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি

More From Monir Khan

See alllogo

You May Like