ঘুম আসেনা একলা রাতে
কথা বলি হাওয়ার সাথে
ঘুম আসেনা একলা রাতে
কথা বলি হাওয়ার সাথে
রাতের জোনাক সেওতো বুঝে আমার বেদনা
বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা
অঞ্জনারে বুঝলোনারে
অঞ্জনারে খুঁজলোনারে
ঘুম আসেনা একলা রাতে
কথা বলি হাওয়ার সাথে
রাতের জোনাক সেওতো বুঝে আমার বেদনা
বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা
অঞ্জনারে বুঝলোনারে
অঞ্জনারে খুঁজলোনারে
কত সৃতি খেলা করে বুকের বারান্দাতে
সৃতি বড় বেদনাময় পারে যে কান্দাতে
কত সৃতি খেলা করে বুকের বারান্দাতে
সৃতি বড় বেদনাময় পারে যে কান্দাতে
নীরব রাতে সৃতি তবু সুখের সান্তনা
বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা
অঞ্জনারে বুঝলোনারে
অঞ্জনারে খুঁজলোনারে
যে আমারে এমন করে মন ভরে কাঁদালো
বিধি জেনো সারা জীবন রাখে তারে ভালো
যে আমারে এমন করে মন ভরে কাঁদালো
বিধি জেনো সারা জীবন রাখে তারে ভালো
বুকের বাউল তবু তারি করে বন্দনা
বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা
অঞ্জনারে বুঝলোনারে
অঞ্জনারে খুঁজলোনারে
ঘুম আসেনা একলা রাতে
কথা বলি হাওয়ার সাথে
ঘুম আসেনা একলা রাতে
কথা বলি হাওয়ার সাথে
রাতের জোনাক সেওতো বুঝে আমার বেদনা
বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা
অঞ্জনারে বুঝলোনারে
অঞ্জনারে খুঁজলোনারে
ঘুম আসেনা একলা রাতে
কথা বলি হাওয়ার সাথে
রাতের জোনাক সেওতো বুঝে আমার বেদনা
বুঝলোনারে এই আমারে আমার অঞ্জনা
অঞ্জনারে বুঝলোনারে
অঞ্জনারে খুঁজলোনারে
অঞ্জনারে বুঝলোনারে
অঞ্জনারে খুঁজলোনারে