menu-iconlogo
huatong
huatong
monir-khan--cover-image

চিঠি লিখেছে বউ আমার

Monir Khanhuatong
preterehuatong
Lyrics
Recordings
চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

Music

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে

যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে

বৌয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে

চিঠি লিখেছে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

Bdjibon

তোমার মনটা লোহায় গড়া

তোমার ইস্পাতেরি হিয়া

তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া……

তোমার মনটা লোহায় গড়া

তোমার ইস্পাতেরি হিয়া

তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া……

দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি

দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি

আমি গাঁয়ের মেয়ে অনেক সুখী

একটু নুন আর ভাতে

চিঠি লিখেছে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

Bdjibon

প্রতি রাইতে ইস্টিসনে আসে ঢাকা থেকে গাড়ী

আমি ভাবি এই গারিতে তুমি আইলা বুঝি বাড়ি……

প্রতি রাইতে ইস্টিসনে আসে ঢাকা থেকে গাড়ী

আমি ভাবি এই গারিতে তুমি আইলা বুঝি বাড়ি……

দেখি ভোরের সূর্য উঠে

আমার আশার ফুল না ফোটে

দেখি ভোরের সূর্য উঠে

আমার আশার ফুল না ফোটে

তুমি আসবে ঠিকি শুনবে যখন নাই আর দুনিয়াতে

চিঠি লিখেছে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে

যেন শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে

বৌউয়ের কাজল ধোয়া চোখের পানি

লেগে আছে তাতে

চিঠি লিখেছে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাঁতে

Bdjibon )

More From Monir Khan

See alllogo

You May Like