menu-iconlogo
huatong
huatong
monir-khan-jor-kore-valobasha-hoy-cover-image

জোর করে ভালবাসা হয় না Jor Kore Valobasha Hoy

Monir Khanhuatong
ribajudyhuatong
Lyrics
Recordings

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

তাই তো তুমার থেকে দূরে সরে আছি

দূরে সরে আছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

যখনই জেনেছি ওই বুকেরী ভেতর

মন বলে কিছু নেই সবইতো পাথর

যখনই জেনেছি ওই বুকেরী ভেতর

মন বলে কিছু নেই সবইতো পাথর

সেই থেকে মরে গেছে মন মৌমাছি

তাই তো তুমার থেকে দূরে সরে আছি

দূরে সরে আছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

যখনই দেখেছি ওই নরম হাতে

হাত ধরে চলেছ পরেরই সাথে

যখনই দেখেছি ওই নরম হাতে

হাত ধরে চলেছ পরেরই সাথে

সেই থেকে মরে গেছে মন মৌমাছি

তাই তো তুমার থেকে দূরে সরে আছি

দূরে সরে আছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

তাই তো তুমার থেকে দূরে সরে আছি

দূরে সরে আছি

জোর করে ভালবাসা হয় না

আমি জেনে গেছি

More From Monir Khan

See alllogo

You May Like