জীবনদাতা হে বিধাতা মহান বিচারপতি
তুমি থাকতে কেন আমার করুণ পরিনতি
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে
কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে
কার কাছে গেলে.......
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে
কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে
কার কাছে গেলে.......
মানুষের সুবিবেক বিচার বন্দী টাকার ফান্দে
কোর্ট কাচারির দ্বারে দ্বারে
সু বিচারের বানী কান্দে
মানুষের সুবিবেক বিচার বন্ধী টাকার ফান্দে
কোর্ট কাচারির দ্বারে দ্বারে
সু বিচারের বানী কান্দে
কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়
দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়
নির্দোষিরাই জেলে......
কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে
কার কাছে গেলে......
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে
কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে
কার কাছে গেলে......
নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়
তবে নালিশের চাই সুবিচার অনুকম্পা নয়
নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়
তবে নালিশের চাই সুবিচার অনুকম্পা নয়
ওরে কিছুই কি বুঝোনা তুমি...
কিছুই কি বুঝোনা তুমি দেখোনা চোখ মেলে
কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে
কার কাছে গেলে......
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে
কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে
কার কাছে গেলে......
বিচারপতি তোমার কাছে বিচার না পেলে
কোথায় বিচার পাব আমি কার কাছে গেলে
কার কাছে গেলে......