menu-iconlogo
logo

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও Bidhi Amar E

logo
Lyrics
বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও

অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

ও বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

তার চোখে আর আমার এ চোখ পড়েনা যেনো

তারে নিয়ে সৃতির মহল গড়ে না যেনো

তার চোখে আর আমার এ চোখ পড়েনা যেনো

তারে নিয়ে সৃতির মহল গড়ে না যেনো

অনুরাগের হাজার ফাগুন দব্দ করে দাও

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

তাঁর কাছে আর আমার এই মন থাকেনা যেনো

তারে নিয়ে সুখের স্বপন দেখেনা যেনো

তাঁর কাছে আর আমার এই মন থাকেনা যেনো

তারে নিয়ে সুখের স্বপন দেখেনা যেনো

অনুভবের হাজার বছর নষ্ট করে দাও

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও

অনুভূতির হাজার দুয়ার বন্ধ করে দাও

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

ও বিধি আমার এ চোখ অন্ধ করে দাও

বিধি আমার এ চোখ অন্ধ করে দাও Bidhi Amar E by Monir Khan - Lyrics & Covers