menu-iconlogo
logo

মনটা সবাই দিতে পারে

logo
Lyrics
মনটা সবাই দিতে পারে...

ও..মনটা সবাই দিতে পারে

আমি তোমায় প্রাণটা দিতে চাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

মনটা সবাই দিতে পারে...

ও..মনটা সবাই দিতে পারে

আমি তোমায় প্রাণটা দিতে চাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও ভালোবাসার চেয়ে বড়, কিছু আছে কিনা

জানিনা জানিনা আমি তা জানিনা

ভালোবাসার চেয়ে বড়, কিছু আছে কিনা

জানিনা জানিনা আমি তা জানিনা

তোমাকেই শুধু জানি, তোমাকে আপন মানি

বেঁচে আছি তুমি আছো তাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও আবারও এই পৃথিবীতে, যদি ফিরে আসি

তখনও তোমাকেই জেনো ভালোবাসি

আবারও এই পৃথিবীতে, যদি ফিরে আসি

তখনও তোমাকেই জেনো ভালোবাসি

শত দুঃখে শত সুখে, তুমি শুধু থেকো বুকে

মরনেও জেনো সাথে পাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

নটা সবাই দিতে পারে...

ও..মনটা সবাই দিতে পারে

আমি তোমায় প্রাণটা দিতে চাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই

ও জান আমার জান

তুমি ছাড়া জীবন'ই তো নাই.

মনটা সবাই দিতে পারে by Monir Khan - Lyrics & Covers