গান: যে প্রিয়ার জন্যে
শিল্পী: মনির খান
কথাঃ গৌতম দে
সুরঃ আলী আকবর রুপু
আপলোড বাই শাহরিয়ার_ইসলাম
ছেলেঃ- যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
সে প্রিয়া সুখে কি দুঃখে
আমার তাতে কি যায় আসে
মেয়েঃ- যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
সে প্রিয়া সুখে কি দুঃখে
আমার তাতে কি যায় আসে
কি যায় আসে,কি যায় আসে
আপলোড বাই শাহরিয়ার ইসলাম
চয়েজ বাই শাহরিয়ার ইসলাম
ছেলেঃ- আকাশ থেকে মাটি বহু দুরত্বে
তবুও মিশে যায় সে দিগন্তে
আকাশ থেকে মাটি বহু দুরত্বে
তবুও মিশে যায় সে দিগন্তে
আমি ওর মত.....
আমি ওর মত এত নির্লজ্জ নই
আমারও যে অভিমান আছে
মেয়েঃ- যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
সে প্রিয়া সুখে কি দুঃখে
আমার তাতে কি যায় আসে
আপলোড বাই শাহরিয়ার ইসলাম
চয়েজ বাই শাহরিয়ার ইসলাম
=================
মেয়েঃ- সাগর ব্যাথা দিলে ঐ নদীকে
তবুও মিশে যায় সে মোহনাতে
সাগর ব্যাথা দিলেও ঐ নদীকে
তবুও মিশে যায় সে মোহনাতে
আমি ওর মত....
আমি ওর মত এত নির্বোধ নই
আমারও যে সম্মান আছে
ছেলেঃ- যে প্রিয়ার জন্যে
আমার পৃথিবী ভেঙে গেছে
সে প্রিয়া সুখে কি দুঃখে
আমার তাতে কি যায় আসে
কি যায় আসে কি যায় আসে
ধন্যবাদ