menu-iconlogo
logo

হৃদয়ে আমার হয়েছে একি

logo
avatar
Monir Khanlogo
Ⓜ️Shahriar_Islam🇧🇩logo
Sing in App
Lyrics
[F]হৃদয়ে আমার…হয়েছে একি

যেদিকে তাকাই...তোমাকে দেখি

হৃদয়ে আমার...হয়েছে একি..

যেদিকে তাকাই..তোমাকে দেখি

আমি তোমাকে বড় বেশি...

ভালবাসি,

ভালবাসি..ভালবাসি,

বড় ভালবাসি..

[M]হৃদয়ে আমার...হয়েছে একি

যেদিকে তাকাই...তোমাকে দেখি

আমি তোমাকে বড় বেশি...

ভালবাসি,

ভালবাসি..ভালবাসি,

বড় ভালবাসি

[F]ও তুমি এলে সুখের’ই নুপুর বাজে

কি যেন কি হয়ে যায় মনের মাঝে..

[M]ভালোবাসা খুঁজি ওই চোখের নীলে

স্বপ্ন সাজাবো এসো দুজন মিলে

[F]থাকো আমার’ই পাশা পাশি...

ভালবাসি,

ভালবাসি..ভালবাসি,

বড় ভালবাসি

[M]হৃদয়ে আমার...হয়েছে একি

যেদিকে তাকাই...তোমাকে দেখি

[F]আমি তোমাকে বড় বেশি...

ভালবাসি,

ভালবাসি..

ভালবাসি,বড় ভালবাসি

[M]ও কত যে সাধনা করে তোমায় পাওয়া

এ জীবনে ছিল শুধু এইতো চাওয়া...

[F]তোমার’ই পরশে মন হয় যে রঙ্গিন

দূরে দূরে থেকো না আর কোন দিন

[M]এতো মায়াবি তোমার হাঁসি...

ভালবাসি,

ভালবাসি..

ভালবাসি,বড় ভালবাসি

[F]হৃদয়ে আমার...হয়েছে একি

যেদিকে তাকাই...তোমাকে দেখি

[M]হৃদয়ে আমার...হয়েছে একি..

যেদিকে তাকাই...তোমাকে দেখি

[F]আমি তোমাকে বড় বেশি...

ভালবাসি,

ভালবাসি..

[M]ভালবাসি,বড় ভালবাসি..

ধন্যবাদ সবাইকে

হৃদয়ে আমার হয়েছে একি by Monir Khan - Lyrics & Covers