মন বোঝেনা
কিছুতেই প্রিয়া আমার...
কাদিয়ে ভাসায় প্রিয়া
চোখের নদীর দুটি ধার
ও..কাদিয়ে ভাসায় প্রিয়া
চোখের নদীর দুটি ধার...
মন বোঝেনা....
ভোলাতো যাবেনা প্রিয়ারে কখনো
জীবনের এপারে মরনের ওপারে
ভালোবেসে যাবো তখনো...
ভোলাতো যাবেনা প্রিয়ারে কখনো
জীবনের এপারে মরনের ওপারে
ভালোবেসে যাবো তখনো....
আমি এর বেশি চাইনাযে আর...
কাদিয়ে ভাসায় প্রিয়া
চোখের নদীর দুটি ধার...
ও...কাদিয়ে ভাসায় প্রিয়া
চোখের নদীর দুটি ধার....
মন বোঝেনা....
তাকেতো রেখেছি বুকেরই বাসরে
সেতো বোঝেনা সেতো খোজেনা
বুঝিগো সে গড়া পাথরে...
তাকেতো রেখেছি বুকেরই বাসরে
সেতো বোঝেনা সেতো খোজেনা
বুঝিগো সে গড়া পাথরে...
তবু অন্তরে বসোতি যে তার...
কাদিয়ে ভাসায় প্রিয়া
চোখের নদীর দুটি ধার
ও...কাদিয়ে ভাসায় প্রিয়া
চোখের নদীর দুটি ধার
মন বোঝেনা
কিছুতেই প্রিয়া আমার
কাদিয়ে ভাসায় প্রিয়া
চোখের নদীর দুটি ধার
ও...কাদিয়ে ভাসায় প্রিয়া
চোখের নদীর দুটি ধার
মন বোঝেনা.....