আপলোড বাই <>মনিরুল
ফারহাম মিউজিকএকাডেমি
যদি মনে পড়ে ডাকিও মরে
যদি মনে পড়ে ডাকিও মরে
আসিবো ফিরে তোমার ঘরে
এ...... বন্ধু
আমার কেহ নাই..
রাখিব তোমায় হৃদ মাঝারে
এ....... বন্ধু
আমার কেহ নাই..
রাখিব তোমায় হৃদ মাঝারে
আপলোড বাই <>মনিরুল
আমি কি কইতে পারি আমার
হৃদ পিঞ্জরের কাথা....
তুমি হইলা বৃক্ষ বন্ধু
আমি ঝরা পাতা
আমি কি কইতে পারি আমার
হৃদ পিঞ্জরের কাথা....
তুমি হইলা বৃক্ষ বন্ধু
আমি ঝরা পাতা
চাতকেরো তরে চৈত্র দুপুরে
চাতকেরো তরে চৈত্র দুপুরে
বৃষ্টি হয়ে পড়ো ঝরে
এ......বন্ধু
আমার কেহ নাই..
রাখিব তোমায় হৃদ মাঝারে
এ......বন্ধু
আমার কেহ নাই..
রাখিব তোমায় হৃদ মাঝারে
আপলোড বাই <>মনিরুল
আসমান ফাইট্টা পানি পরে
চান্দের দেখা নাই....
ঘরের বাত্তি নিভা গেলো আমার
বন্ধের যাতনায়...
আসমান ফাইট্টা পানি পরে
চান্দের দেখা নাই....
ঘরের বাত্তি নিভা গেলো আমার
বন্ধের যাতনায়..ওস্তাদ
মাসুম তাসলিম পুরে (যন্ত্রণার ঘরে)
মাসুম তাসলিম পুরে (যন্ত্রণার ঘরে)
শান্ত করো তুমি মোরে
এ....... বন্ধু
আমার কেহ নাই..
রাখিব তোমায় হৃদ মাঝারে
এ....... বন্ধু
আমার কেহ নাই..
রাখিব তোমায় হৃদ মাঝারে
ধন্যবাদ