menu-iconlogo
huatong
huatong
moruvumi-jiboner-srote-cover-image

Jiboner Srote

Moruvumihuatong
mrvw01huatong
Lyrics
Recordings
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি

ডানা মেলা পাখির মতো

উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে

আরও চাই তোমার স্পর্শ

জীবনের স্রোতে ছুটে চলেছি আমি

ডানা মেলা পাখির মতো

উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে

আরও চাই তোমার স্পর্শ

তুমি আসবে কাছে আমার

তুমি থাকবে পাশে আমার

আসবে কাছে আমার

তুমি থাকবে পাশে আমার

মনেরই অজান্তে ছিলে তুমি

আমার মনের আঙ্গিনায় (আমার মনের আঙ্গিনায়)

শয়নে স্বপনে ছিলে তুমি

এ মন তোমায় চায় (এ মন তোমায় চায়)

নিঝুম রাতে ওই দূর আকাশে

তারা গুলো যেমন জেগে রয়

সেই সুরে তেমনি তুমি

জেগে আছো মনে হয়

তুমি আছো কি

More From Moruvumi

See alllogo

You May Like