menu-iconlogo
huatong
huatong
mr-hossain-bolbona-go-2-cover-image

Bolbona go 2

M.r-Hossainhuatong
7036874419387630huatong
Lyrics
Recordings
Upload by M.r-Hosaain

কত দিন.... কত রাত

বিরহ বেদনা দিয়ে কাঁদাবে

সে কথা ভাবিনিতো আগে,

সে কথা ভাবিনিতো আগে।

জানি তুমি থাকবে গো আমার হয়ে

তাইতো দিয়েছি পরান উজাড় করে।

জানি তুমি থাকবে গো আমার হয়ে

তাইতো দিয়েছি পরান উজাড় করে।

সেদিনের সে স্মৃতি আজও মনে পড়ে,

সেদিনের সে কথা আজও মনে পড়ে

তুমিও কি ভাবোনি আগে..

তুমিও কি ভাবোনি আগে

তোমার দেওয়া সেই ছবিটি পেয়ে

রেখেছি হৃদয় মাঝে আপন করে।

তোমার দেওয়া সেই ছবিটি পেয়ে

রেখেছি হৃদয় মাঝে আপন করে।

তবু তো নয়ন আমার বারে বারে কাঁদে,

তবু তো নয়ন আমার বারে বারে কাঁদে

তুমিও কি কেঁদেছিলে আগে..

তুমিও কি কেঁদেছিলে আগে?

কতদিন কতরাত,

বিরহ বেদনা দিয়ে কাঁদাবে

সে কথা ভাবিনিতো আগে,

সে কথা ভাবিনিতো আগে..

সে কথা ভাবিনিতো আগে,

সে কথা ভাবিনিতো আগে..

সে কথা ভাবিনিতো আগে,

More From M.r-Hossain

See alllogo

You May Like