menu-iconlogo
huatong
huatong
avatar

বিষম পিরিতি পিরিতি সই/Bisomo Piriti

M.S.REZAhuatong
এমএসরেজাhuatong
Lyrics
Recordings
M.S.Reza

*********************************

এ যে বিষম পিরিতি পিরিতি পিরিতি সই

বন্ধ মনের তালা চাবি আছে কই

বিষমও পিরিতি পিরিতি পিরিতি সই

বন্ধ মনের তালা চাবি আছে কই

চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে

উথাল পাথাল মন পথচেয়ে রই ওই

**********************************

এ যে বিষম পিরিতি পিরিতি পিরিতি সই

বন্ধ মনের তালা চাবি আছে কই

চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে

উথাল পাথাল মন পথ চেয়ে রই

বিষমও পিরিতি পিরিতি পিরিতি সই

বন্ধ মনের তালা চাবি আছে কই

**********************************

ধিকি ধিকি নাকা তিনা না তিনা তিনা

ধিকি ধিকি নাকা তিনা না

*********************************

অন্তর জলে শুধু ধিকি ধিকি

জল দিলে নিভে না হল একি

অন্তর জলে শুধু ধিকি ধিকি

জল দিলে নিভে না হল একি

ও আমি কইতেও পারিনা সইতেও পারিনা

পাগলিনী হয়ে তার পথ চেয়ে রই

শুধু পথপানে চেয়ে রই।

-------------------------------

এ যে বিষম ও পিরিতি পিরিতি পিরিতি সই

বন্ধ মনের তালা চাবি আছে কই

চাবি নিয়ে মন বন্ধু থাকে দূরে

উথাল পাথাল মন পথ চেয়ে রই

বিষমও পিরিতি পিরিতি পিরিতি সই

বন্ধ মনের তালা চাবি আছে কই

*********************************

ধিকি ধিকি নাকা তিনা না তিনা তিনা

ধিকি ধিকি নাকা তিনা না ********************************

চিরদিন রেখো মনে এ পিরিতি

বন্ধু তোমার কাছে এ মিনতি

চিরদিন রেখো মনে এ পিরিতি

বন্ধু তোমার কাছে এ মিনতি

ও অামি জাত-কুল বুঝিনা লোকলাজ মানিনা

শুধু জানি একদিন আসবে গো সই

তাইতো পথপানে চেয়ে রই

*********************************

এ যে বিষম ও পিরিতি পিরিতি পিরিতি সই

বন্ধ মনের তালা চাঁবি আছে কই

চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে

উথাল পাথাল মন পথ চেয়ে রই ওই

**********************************

এ যে বিষম ও পিরিতি পিরিতি পিরিতি সই

বন্ধ মনের তালা চাবি আছে কই

চাবি নিয়ে মন বন্ধুয়া থাকে দূরে

উথাল পাথাল মন পথ চেয়ে রই

বিষমও পিরিতি পিরিতি পিরিতি সই

বন্ধ মনের তালা চাবি আছে কই।

*********************************

ধিকি ধিকি নাকা তিনা না তিনা তিনা

ধিকি ধিকি নাকা তিনা না *********************************

ধিকি ধিকি নাকা তিনা না তিনা তিনা

ধিকি ধিকি নাকা তিনা না।

M.S.Reza

More From M.S.REZA

See alllogo

You May Like