menu-iconlogo
huatong
huatong
avatar

Valobese ontore

M.S.REZAhuatong
এমএসরেজাhuatong
Lyrics
Recordings
Valobeshe Ontore

Part- 1 Female

Part- 2 Male

Uploaded by M.S.Reza

==========================

ভালোবেসে অন্তরে, অন্তরে চিরতরে

লিখে রেখো আমারি নাম...

এই মন তোমাকে দিলাম..

ভালোবেসে অন্তরে, অন্তরে চিরতরে

লিখে রেখো আমারি নাম...

এই মন তোমাকে দিলাম..

এই মন তোমাকে দিলাম..

এই মন তোমাকে দিলাম..

এই মন তোমাকে দিলাম..

M.S.Reza

==============

ও ভুলেও আমায় ভুলে, যেওনা গো তুমি

তুমি ছাড়া এ জীবন, যেন মরুভূমি

ও ভুলেও আমায় ভুলে, যেওনা গো তুমি

তুমি ছাড়া এ জীবন, যেন মরুভূমি

কারণে অকারণে, ভুলোনা অভিমানে

তোমার জীবনে যে, আমিও ছিলামা

এই মন তোমাকে দিলাম..

ভালোবেসে অন্তরে, অন্তরে চিরতরে

লিখে রেখো আমারি নাম...

এই মন তোমাকে দিলাম..

M.S.Reza

==============

ও হাজার বছর যদি, আমি বেঁচে থাকি

তোমাকেই দেখে যাবে, অপলক আখি

ও হাজার বছর যদি, আমি বেঁচে থাকি

তোমাকেই দেখে যাবে, অপলক আখি

হৃদয়ে অনুভবে, চিরদিনি তুমি রবে

আমরণ বন্ধনে, জড়িয়ে গেলাম

এই মন তোমাকে দিলাম..

ভালোবেসে অন্তরে, অন্তরে চিরতরে

লিখে রেখো আমারি নাম...

এই মন তোমাকে দিলাম..

ভালোবেসে অন্তরে, অন্তরে চিরতরে

লিখে রেখো আমারি নাম...

এই মন তোমাকে দিলাম..

এই মন তোমাকে দিলাম..

এই মন তোমাকে দিলাম..

এই মন তোমাকে দিলাম..

==================

More From M.S.REZA

See alllogo

You May Like