menu-iconlogo
huatong
huatong
avatar

আমি কেমন করে পত্র লেখিরে

Mujib Pardeshihuatong
gilouppegerard1huatong
Lyrics
Recordings
আমি কেমন করে,পত্র লিখিরে

আমি, কেমন করে.....

পত্র লিখি রে... বন্ধু....

গ্রাম পোষ্ট অফিস নাই জানা

তোমায় আমি, হলেম অচেনা

তোমায় আমি, হলেম অচেনা

আমি কেমন করে.....

পত্র লিখিরে বন্ধু......

গ্রাম পোষ্ট অফিস নাই জানা

তোমায় আমি হলেম অচেনা

বন্ধু রে...বন্ধু রে......

হইতায় যদি, দেশের ও দেশি...

সেই চরনে হইতাম দাসি গো

বন্ধু রে.........।

হইতায় যদি দেশের ও দেশি

সেই চরনে হইতাম দাসি গো

আমি দাসি হইয়া ........

সঙ্গে যাইতাম গো...বন্ধু...

শুনতাম না কারো মানা...

তোমায় আমি হলেম অচেনা

বন্ধু রে......বন্ধু রে...

শুইলে না আসে রে নিদ্রা

খনে খনে আসে তনদ্রা গো

বন্ধু রে......

শুইলে না আসে রে নিদ্রা

খনে খনে আসে তনদ্রা গো

আমি স্ব্পন দেখে ......

যেগে উঠি রে বন্ধু......

কেন্দে বিজাই বিচানা...

তোমায় আমি হলেম অচেনা

আমি কেমন করে.......

পত্র লিখিরে বন্ধু....

গ্রাম পোষ্ট অফিস নাই জানা

তোমায় আমি, হলেম অচেনা

তোমায় আমি, হলেম অচেনা

More From Mujib Pardeshi

See alllogo

You May Like