menu-iconlogo
huatong
huatong
avatar

Ami keno shara jibon

মুক্তা সরকারhuatong
👬Gamca🧷Polash👬🔥💧huatong
Lyrics
Recordings
আমি কেনো সারা জীবন,

সু..খ পাইলাম না...

জিজ্ঞাসিলে এই মনে

জবাব মিলেনা..

কোনো,প্রশ্ন মিলেনা..

আমি কেনো সারা জীবন,

সু..খ পাইলাম না...

জিজ্ঞাসিলে এই মনে

জবাব মিলেনা

কোনো,প্রশ্ন মিলেনা...

--বাউল বাড়ি সংগঠন --

------আপলোড বাই-----

-- ফোক সিঙ্গার (রইছ)

--------(কেয়া)------

--আড্ডা মহল ফ্যামিলি--

আমি একজন, সারা জীবন,

রইয়া গেলাম দুঃখী..

আমারে কান্দাইয়া সে যে

কতো বড় সুখী..

---চয়েস (সাবিনা) --

আমি একজন, সারা জীবন,

রইয়া গেলাম দুঃখী..

আমারে কান্দাইয়া সে যে,

কতো বড় সুখী...

আমার এই কপালে বিধি,

সুখ তো লিখলোনা...

আমার এই কপালে বিধি,

সুখ তো লিখলো..না

জিজ্ঞাসিলে এই মনে

জবাব মিলেনা

কোনো,প্রশ্ন মিলেনা

------আপলোড বাই-----

-- ফোক সিঙ্গার (রইছ)

--------(কেয়া)------

--আড্ডা মহল ফ্যামিলি--

আবার যদি,আসি আমি

পর জনম লইয়া..

সে জনমে পাই যেনো..

তোমায় গেলাম কইয়া...

---কেউ কপি করবেননা --

আবার যদি, আসি আমি

পর জনম লইয়া..

সে জনমে পাই যেনো..

তোমায় গেলাম কইয়া

নিয়তির কাছে আমার,

এই তো প্রাথনা..

নিয়তির কাছে আমার,

এই তো প্রাথনা..

জিজ্ঞাসিলে এই মনে,

জবাব মিলেনা

কোনো,প্রশ্ন মিলেনা...

------আপলোড বাই-----

-- ফোক সিঙ্গার (রইছ)

--------(কেয়া)------

--আড্ডা মহল ফ্যামিলি--

দুঃখ কষ্ট,এ জীবনে..

সইয়িয়া গেলাম

কষ্ট মাপার যন্ত্র থাকলে,

মাপিয়া দেখাইতাম..

--মিউজিক ফোলো করেন --

দুঃখ কষ্ট,এ জীবনে

সইয়িয়া গেলা..ম

কষ্ট মাপার যন্ত্র থাকলে,

মাপিয়া দেখাইতাম

শাজাহানের দুঃখের কথা,

কউ তো জানলো না..

শাজাহানের কষ্টের কথা,

কউ তো শোনলো না..

জিজ্ঞাসিলে এই মনে,

জবাব মিলেনা

কোনো,প্রশ্ন মিলেনা..

আমি কেনো সারা জীবন,

সু..খ পাইলাম না...

জিজ্ঞাসিলে এই মনে,

জবাব মিলেনা

কোনো,প্রশ্ন মিলেনা

আমি কেনো সারা জীবন

সু..খ পাইলাম না...

জিজ্ঞাসিলে এই মনে

জবাব মিলেনা..

কোনো,প্রশ্ন মিলেনা..

কোনো,জবাব মিলেনা...

---বাউল বাড়ি সংগঠন ---

---ধন্যবাদ সবাইকে ---

More From মুক্তা সরকার

See alllogo

You May Like