menu-iconlogo
huatong
huatong
murad-bibagi-eka-chilam-chilam-valo-cover-image

Eka chilam Chilam Valo

Murad Bibagihuatong
༄❥⃝𖤓𝑻𝑼𝑯𝑰𝑵❥⃝🌼🇸🅕🅕🇧🇩huatong
Lyrics
Recordings
ওরে ,,একা ছিলাম ছিলাম ভালো

ছিল না তো জ্বালা ..

তোমার সনে প্রেম করিয়া-

অন্তর হইলো কালা

একা ছিলাম,ছিলাম ভালো

ছিল না তো জ্বালা ..,,,,,,,,,

তোমার সনে প্রেম করিয়া

অন্তর হইলো কালা

ও তুমি কার দেখা পাইয়া

গেলা শপথ ভুলিয়া,,

তুমি কার দেখা পাইয়া

গেলা শপথ ভুলিয়া,

বুঝি না কেন নিষ্ঠুর হলে...

ভাষাইয়া আমার চোখের জলে

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে

ভাষাইয়া আমার চোখের জলে

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে

পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া

পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া

আজো এলেনা ফিরে,,,,,,

ভাষাইয়া আমার চোখের জলে

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে

ভাষাইয়া আমার চোখের জলে

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে

নদীর পাড়ে গিয়ে তুমি শপথ করেছিলে

ভুলিবেনা মোরে বন্ধু এ জীবন ও গেলে,

নদীর পাড়ে গিয়ে তুমি শপথ করেছিলে,,,,,,,,,,,

ভুলিবেনা মোরে বন্ধু এ জীবন ও গেলে

ও আমি কোন খানে জাবো

গেলে তোমারে পাবো,

আমি কোন খানে জাবো

গেলে তোমারে পাবো,

ও আমি কোন খানে জাবো

গেলে তোমারে পাবো,

বুঝিনা কেন নিষ্ঠুর হলে...

ভাষাইয়া আমায় চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমায় চোখের জলে

একা ছিলাম,ছিলাম ভালো

ছিল না তো জ্বালা ..

তোমার সনে প্রেম করিয়া-

অন্তর হইলো কালা,,,

ও তুমি কার দেখা পাইয়া

গেলা শপথ ভুলিয়া,,

তুমি কার দেখা পাইয়া

গেলা শপথ ভুলিয়া,

বুঝি না কেন নিষ্ঠুর হলে...

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে

ভাষাইয়া আমার চোখের জলে,

বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে

More From Murad Bibagi

See alllogo

You May Like