গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু
কমিয়ে নিবেন।
ছেলেঃ] তোমার হাওয়ায় উড়া চুল।
কানে রঙিন দুল।
মিষ্টি যতো ভুল।
ভালো লাগে আমার।
মেয়েঃ] তোমার অবুঝ অভিমান।
মায়ার পিছুটান।
প্রিয় মৃধু ঘ্রাণ।
ভালো লাগে আমার।
ছেলেঃ] আজ থেকে এই আমি, শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়।
মেয়েঃ] পাশে থেকো চিরদিন।
ভুলোনা আমায়।
ভুলোনা আমায়।
ভুলোনা- আমায়।
ছেলেঃ] পাশে থেকো চিরদিন।
ভুলোনায় আমায়।
ভুলোনায় আমায়।
ভুলোনায়- আমায়।
ছেলেঃ] তুমি আছো হৃদয়ের, সবটা জুড়ে।
তোমার ছায়া আমায়, রাখে ঘিরে।
মেয়েঃ] যতো আসুক বাধা, নামুক আধার।
ছিন্ন হবেনা প্রেম, তোমার আমার।
আজ থেকে এই আমি, শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়।
ছেলেঃ] পাশে থেকো চিরদিন।
ভুলোনায় আমায়।
ভুলোনায় আমায়।
ভুলোনায়- আমায়।
মেয়েঃ] পাশে থেকো চিরদিন।
ভুলোনা আমায়।
ভুলোনা আমায়।
ভুলোনা- আমায়।
ছেলেঃ] জোৎসনা রাত সাজে।
তোমারই আলোয়।
হৃদয় জুড়ে নামে।
সুখেরই প্রলয়।
মেয়েঃ] একটাই পৃথিবী, তুমি জীবন আমার।
তোমার মতো, প্রিয় কেউতো নেই আর।
ছেলেঃ] আজ থেকে এই আমি, শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়।
মেয়েঃ] পাশে থেকো চিরদিন।
ভুলোনা আমায়।
ভুলোনা আমায়।
ভুলোনা- আমায়।
ছেলেঃ] পাশে থেকো চিরদিন।
ভুলোনায় আমায়।
ভুলোনায় আমায়।
ভুলোনায়- আমায়।
মেয়েঃ] লা.....লা...........
ছেলেঃ] লা.....লা...........