🌀Upload🌀By🌀
🌀 Mahamud 🌀
⚡Tag⚡Mohana Koraoke
💞 চয়েস 💞 কামাল 💞
রুম নং ১৭ ৮০ ৯৪
👉 গান করতে প্রস্তুত আছেন 🎙️
আমার কাজলা গায়ের
এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া
আমার কাজলা গায়ের
এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া
নদীর ঘাটে আসতো
একলা একা হাসতো
জলের আয়নায় দেখে
নিজের ছায়া
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মিউজিক
আমার কাজলা গায়ের
এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া
নদীর ঘাটে আসতো
একলা একা হাসতো
জলের আয়নায় দেখে
নিজের ছায়া
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মিউজিক
মাইয়ার ঐ রূপ দেখার লাগি
চন্দ্র নিশি জাগতো
নীল জোছনায় দেখে তারে
কি যে ভালো লাগতো
মাইয়ার ঐ রূপ দেখার লাগি
চন্দ্র নিশি জাগতো
নীল জোছনায় দেখে তারে
কি যে ভালো লাগতো
রূপের আলো ঝরতো
মনটা পাগল করতো
হাসি মাখা মুখে ছিল মায়া
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মিউজিক
মাইয়ার চুলের সুবাস পেতে
বাগানে ফুল ফুটতো
তার মোহানায় মিশতে মনটা
নদীর মতো ছোটতো
মাইয়ার চুলের সুবাস পেতে
বাগানে ফুল ফুটতো
তার মোহানায় মিশতে মনটা
নদীর মতো ছোটতো
আমায় কাছে ডাকতো
পাশেই বসে থাকতো
মায়া ছিল আমার প্রাণের প্রিয়া
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
আমার কাজলা গায়ের
এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া
আমার কাজলা গায়ের
এক মায়াবতী কন্যা
নাম ছিল তার মায়া
নদীর ঘাটে আসতো
একলা একা হাসতো
জলের আয়নায় দেখে
নিজের ছায়া
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোরি ছায়ারে
মাইয়ারে ওও মাইয়ারে
ভাসে এই অন্তরে ও
তোর ছায়ারে