menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবেসে কেনো শেষে ভুলে

Nasirhuatong
ecosway1huatong
Lyrics
Recordings
ভালোবেসে কেনো শেষে ভুলে যেতে চাও

যতো খুশি পাশে থেকে আমাকে কাঁদাও

ভালোবেসে কেনো শেষে ভুলে যেতে চাও

যতো খুশি পাশে থেকে আমাকে পোড়াও

তুমি ভালোবাসা নাই যদি দাও,

তুমি এই মুখে বিষ ডেলে প্রান কেড়ে নাও

তুমি ভালোবাসা নাই যদি দাও

তুমি এই মুখে বিষ ডেলে প্রান কেড়ে নাও

ভালোবেসে কেনো শেষে ভুলে যেতে চাও

যতো খুশি পাশে থেকে আমাকে কাঁদাও,

ভালোবেসে কেনো শেষে ভুলে যেতে চাও

যতো খুশি পাশে থেকে আমাকে পোড়াও

তুমি ভালোবাসা নাই যদি দাও

তুমি এই মুখে বিষ ডেলে প্রান কেড়ে নাও

তুমি ভালোবাসা নাই যদি দাও...

তুমি এই মুখে বিষ ডেলে প্রান কেড়ে নাও

তুমি আছো বলে আমার এ মনে..

বেঁচে আছি আশা নিয়ে জীবনে...

তুমি আছো বলে আমার এ মনে..

বেঁচে আছি আশা নিয়ে জীবনে..এ..

তুমি একবার শুধু বলে যাও

কেনো এই মন ভেঙে দিয়ে চলে যেতে চাও

তুমি একবার শুধু বলে যাও..

কেনো এই মন ভেঙে দিয়ে চলে যেতে চাও

তোমাকে না পেলে কোনো কারণে...

খুঁজে নেবো তোমাকে মরণে...

তোমাকে না পেলে কোনো কারণে...

খুঁজে নেবো তোমাকে মরণে...

তুমি বার বার মনে ব্যাথা দাও

যদি এই বুকে ব্যাথা দিয়ে সুখ খুজে পাও

তুমি বার বার মনে ব্যাথা দাও...

যদি এই বুকে ব্যাথা দিয়ে সুখ খুজে পাও

ভালোবেসে কেনো শেষে ভুলে যেতে চাও

যতো খুশি পাশে থেকে আমাকে কাঁদাও

ভালোবেসে কেনো শেষে ভুলে যেতে চাও

যতো খুশি পাশে থেকে আমাকে পোড়াও

তুমি ভালোবাসা নাই যদি দাও

তুমি এই মুখে বিষ ডেলে প্রান কেড়ে নাও

তুমি ভালোবাসা নাই যদি দাও

তুমি এই মুখে বিষ ডেলে প্রান কেড়ে নাও

তুমি ভালোবাসা নাই যদি দাও

তুমি এই মুখে বিষ ডেলে প্রান কেড়ে নাও

তুমি ভালোবাসা নাই যদি দাও

তুমি এই মুখে বিষ ডেলে প্রাণ কেড়ে নাও.

ধন্যবাদ

More From Nasir

See alllogo

You May Like