Ready 1-2--3---
শুধু তোমাকেই ভালোবেসে 0.6[2.16]
শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি
মোহনার কাছে এসে
শুধু তোমাকেই ভালোবেসে
দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি
দরিদ্র এই দেশে
শুধু তোমাকেই ভালোবেসে...
__ALWAYS.BE.U__
শুধু তোমাকেই ভালোবেসে 0.29[1.53]
শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি
মোহনার কাছে এসে
শুধু তোমাকেই ভালোবেসে...
দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি
দরিদ্র এই দেশে
শুধু তোমাকেই ভালোবেসে...
---
শুধু তোমাকেই ভালোবেসে 0.52[1.30]
ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা
ছেঁড়া পতাকার বেশে
শুধু তোমাকেই ভালোবেসে
তোমাকেই ভালবাসবো ভেবেছি শত যুদ্ধের ও শেষে
শুধু তোমাকেই ভালোবেসে
এই পাঁজরভরা ভালোবাসা দু'হাত ভরে নাও 1.15[1.07]
এই আধো আলো আধো ছায়া দু'চোখ ভরে নাও
এই আমায় কিছু নাই বা দিলে....
__ALWAYS.BE.U__
এই আমায় কিছু নাই বা... দিলে 1.35[0.47]
নিজের করে নাও...
---
শুধু তোমাকেই ভালোবেসে 1.43[0.39]
শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি
মোহনার কাছে এসে
শুধু তোমাকেই ভালোবেসে
দু'মুঠো আদর ভিক্ষে চেয়েছি
দরিদ্র এই দেশে
শুধু তোমাকেই ভালোবেসে...
শুধু তোমাকেই ভালোবেসে...2.06[0.16]
শুধু তোমাকেই ভালো..বেসে
__ALWAYS.BE.U__