?NILL?
?KUMAR SANU?
হে হে হে হে হে হে আ হা হা
সন্ধ্যা রজনীগন্ধা অপর্না সুরের ঝর্ণা
শিবাণী যেনো হরিণী চন্দ্রা মায়াবী তন্দ্রা
ও নন্দা অলকা নন্দা সুপর্না উজ্জ্বল বর্না
কৃষ্ণা মেটায় তৃষ্ণা বন্যা রূপে অনন্যা
ও সন্ধ্যা রজনীগন্ধা।
সাতী জীবন সাথী কল্পনা আল্পনা
নন্দীনি প্রিয় সঙ্গীনি স্বপ্না আনমনা
রেখা তুলিতে লেখা চন্দনা মন্দনা
সরবরী যেনো জলপরী অঞ্জনা একজন
সন্ধ্যা রজনীগন্ধা অপর্না সুরেরি ঝর্ণা
শিবাণী যেনো হরিণী চন্দ্রা মায়াবী তন্দ্রা
সন্ধ্যা রজনীগন্ধা,,
শিখা অগ্নিশিখা নন্দীতা পরিচিতা
ময়না ভোলা যায় না নবনিতা পরিমিতা
চুমকি আলোর ঝুমকি সঙ্গীতা মধুমিতা
কাজল মেঘলা আঁচল শৃগীতা কবিতা
সন্ধ্যা রজনীগন্ধা অপর্না সুরেরি ঝর্ণা
শিবাণী যেনো হরিণী চন্দ্রা মায়াবী তন্দ্রা
ও নন্দা অলকা নন্দা সুপর্না উজ্জ্বল বর্না
কৃষ্ণা মেটায় তৃষ্ণা বন্যা রূপে অনন্যা
সবাই কে পারি যে ভুলতে যদি তুমি হাত ধরো
কাছে ডাকো ভালোবাসো আমায় আপন করো
আমায় আপন করো
আমায় আপন করো
THANK YOU ?