“তোমাকে সেদিন”
কভারঃ নিশিতা বড়ুয়া
আপ্লোডারঃ সাখাওয়াত-আইকন
================
তোমাকে সেদিন ফিরিয়ে দিয়ে
আমি কি যে ভুল করেছি
***********************
তোমাকে সেদিন, ফিরিয়ে দিয়ে
আমি কি যে ভুল করেছি
পরিনামে তিলে তিলে
আজো আমি জ্বলে পুড়ে
যেনো মরেছি, যেনো মরেছি
তোমাকে সেদিন, ফিরিয়ে দিয়ে
আমি কি যে ভুল করেছি
***********************
আপলোডঃ সাখাওয়াত
আইকন স্টুডিও
রুম ৫৪৮৯২৪
***********************
ভালোবাসা বিনা জীবন অচল
ভালোবাসার সুখ চোখেরি জল
***********************
ও ভালোবাসা বিনা জীবন অচল
ভালোবাসার সুখ চোখেরি জল
তুমি জীবন মোর, চোখের জলে
কেঁদে কেঁদে বুঝেছি।
তোমাকে সেদিন, ফিরিয়ে দিয়ে
আমি কি যে ভুল করেছি
************************
আপলোডঃ সাখাওয়াত
আইকন স্টুডিও
রুম ৫৪৮৯২৪
************************
ভালোবাসার মন, আবেগে কোমল আর
ভুলের কারন, সহজ সরল
************************
ভালোবাসার মন, আবেগে কোমল আর
ভুলের কারন, সহজ সরল
ক্ষমা করে দেবে মোরে
আমি সে আশায় রয়েছি
তোমাকে সেদিন, ফিরিয়ে দিয়ে
আমি কি যে ভুল করেছি
পরিনামে তিলে তিলে
আজো আমি জ্বলে পুড়ে
যেনো মরেছি, যেনো মরেছি
তোমাকে সেদিন, ফিরিয়ে দিয়ে
আমি কি যে ভুল করেছি।।
***********************
[ফিরিয়ে দেবার আগে ভাবুন,
না হয় বয়ে বেড়াতে হবে
যন্ত্রনার ক্ষত!]
==সাখাওয়াত==