জনম জনম তব তরে কাঁদিবো
কন্ঠ-সতিনাথ মুখোপ্যাধ্যায়(নজরুল গীতি)
=========================
জনম জনম,তব তরে কাঁদিবো,
জনম জনম,তব তরে কাঁদিবো,
যত-ই হানিবে.,হেলা----,
তত-ই,সাধিবো জনম জনম,
তব তরে,কাঁদিবো।
=====================
তোমার-ই নাম গাহি,
তোমার-ই প্রেম চাহি---,
তোমার-ই নাম ও গাহি.,
তোমার-ই প্রেম ও চাহি,
ফিরে ফিরে নীতি,তব চরণে আসিবো.,
জনম জনম,তব তরে কাঁদিবো।
======================
জানি জানি বঁধূ,চাহে যে তোমারে,
জানি জানি বঁধূ,চাহে যে তোমারে,
ভাসে সে চিরদিন,নিরাশা পাথারে।
=========================
তবু জানি হে স্বামী,কোন সে লোকে আমি--,
তবু জানি হে স্বামী,কোন সে লোকে আমি,
তোমারে পাবো বুকে,বাহুতে বাধিবো,
জনম জনম,তব তরে কাঁদিবো,
যতই হানিবে হেলা---,তত-ই সাধিবো,
জনম জনম,তব তরে কাঁদিবো ।