এ কার জীবন আমার কাঁধে
আমি বইতে আর পারছি না,
বেকার এ মন আবেগে বাঁধে
আমি সইতে আর পারছি না।
এ কার জীবন আমার কাঁধে
আমি বইতে আর পারছি না,
বেকার এ মন আবেগে বাঁধে
আমি সইতে পারছি না,
এ কেমন ভালোবাসা?
কইতে পারছি না ..
মায়া, মায়া, মহামায়ার ভেতর
আমি কে, আমি কে, আমি কে তোর?
মায়া, মায়া, মহামায়ার ভেতর
আমি কে, আমি কে, আমি কে তোর?
ও ও, ওও ..
নেশাতে ডুবে গেলেও দেখি তোর ছবি
দূর আকাশের চাঁদেও একি তোর ছবি,
নেশাতে ডুবে গেলেও দেখি তোর ছবি
দূর আকাশের চাঁদেও একি তোর ছবি,
তোর প্রেমে ফুল হয়ে ফোটে ভুল সবই
তোর প্রেমে ফুল হয়ে ফোটে ভুল সবই ..
ইয়ে ..
মায়া, মায়া, মহামায়ার ভেতর
আমি কে, আমি কে, আমি কে তোর?
মায়া, মায়া, মহামায়ার ভেতর
আমি কে, আমি কে, আমি কে তোর?