Uploaded By "Limon Chowdhury"
স্বপ্ন রানী ঘুম ঘুম মালা নিয়ে
রাতজাগা পাখি হয়ে এসো
Uploaded By "Limon Chowdhury"
স্বপ্ন রানী ঘুম ঘুম মালা নিয়ে
রাতজাগা পাখি হয়ে এসো
রাধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পূজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়....
শুধু দেখবো, ওহো দেখবো তোমায়
কথা দিলাম......শুধু দেখবো
ওহো দেখবো তোমায় ওহো.........
Uploaded By "Limon Chowdhury"
রঙধনু থেকে মেহেদি পড়ে
মেঘেদের দেশে নাইয়ে যাও
নীলিমা রঙে কাজল এঁকে
তারাদের দিয়ে আঁচল সাজাও
রঙধনু থেকে মেহেদি পড়ে
মেঘেদের দেশে নাইয়ে যাও
নীলিমা রঙে কাজল এঁকে
তারাদের দিয়ে আঁচল সাজাও
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো, ওহো দেখবো তোমায় ওহো.........
Uploaded By "Limon Chowdhury"
স্বপ্ন আকাশ ছেড়ে ফিরে এসো তুমি
চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে
সূর্যের টিপ কপালে দিও
মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে
স্বপ্ন আকাশ ছেড়ে ফিরে এসো তুমি
চাঁদের হাসি ঠোঁট রাঙিয়ে
সূর্যের টিপ কপালে দিও
মুঠো ভরা হাতে স্বপ্ন নিয়ে
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
স্বপ্ন রানী ঘুম ঘুম মালা নিয়ে
রাতজাগা পাখি হয়ে এসো
রাধা সাজিয়ে রাখবো এ মন্দিরে
পূজা দেবার ছলে শুধু দেখবো
ঘুম জড়িয়ে যদি আঁখি নিভে যায়
বৃষ্টিঝরা চোখে দিও আমায়
শুধু দেখবো, ওহো দেখবো তোমায়
কথা দিলাম......শুধু দেখবো
ওহো দেখবো তোমায়.....
উমহু...... সুধু দেখবো
ওহো দেখবো তোমায়.....
কথা দিলাম......শুধু দেখবো
ওহো দেখবো তোমায়..... ওহো.......
Uploaded By "Limon Chowdhury"