Song: Habibi (হাবিবি)
Singer - Nusraat Faria
Composer - Adib
Orient Singer Site Presents
=====================
তোমার রূপের জাদু
আমাকে করেছে কাবু
তোমার চোখের ভাষা
মনে জেগেছে নেশা
তোমার রূপের জাদু
আমাকে করেছে কাবু
তোমার চোখের ভাষা
মনে জেগেছে নেশা
আমি ভেসেছি ধনি পাকে
জ্বলে আগুনে দুঃখকে
আমি হয়ে গেছি যে কেমন
যা ছিলাম না আমি আগে
বেবি বেবি হবি কি আমার হাবিবি
বেবি বেবি হবি কি আমার হাবিবি
বেবি বেবি হবি কি আমার হাবিবি
বেবি বেবি হবি কি আমার হাবিবি
তুমি হবে আমারি মনে হয়
না হলে নেই যে কোনো ভয়
হিসেব সব আজো অজানা
সব ভুলে আমার হয়ে যা না
ভেসেছি ধনি পাকে
জ্বলে আগুনে দুঃখকে
আমি হয়ে গেছি যে কেমন
যা ছিলাম না আমি আগে
বেবি বেবি হবি কি আমার হাবিবি
বেবি বেবি হবি কি আমার হাবিবি
তুমি পাবে না খুঁজে কেউ আমারই মতো
যে বুঝাবে তোমায় ভালোবাসি যে কত
তুমি পাবে না খুঁজে কেউ আমারই মতো
বুঝাবে তোমায় ভালোবাসি যে কত
আমি ভেসেছি ধনি পাকে
জ্বলে আগুনে দুঃখকে
আমি হয়ে গেছি যে কেমন
যা ছিলাম না আমি আগে
বেবি বেবি হবি কি আমার হাবিবি
বেবি বেবি হবি কি আমার হাবিবি
বেবি বেবি হবি কি আমার হাবিবি
বেবি বেবি হবি কি আমার হাবিবি