menu-iconlogo
huatong
huatong
avatar

Chaira Gelam Matir Prithib

Obscurehuatong
olivierrieuhuatong
Lyrics
Recordings
ছাইড়া গেলাম মাটির পৃথিবী

জীবন খেলায় হারাইলাম সবই

বুকে জমাট বাধা অভিমান

কি নিঠুর এই নিয়তির বিধান

ছাইড়া গেলাম মাটির পৃথিবী

জীবন খেলায় হারাইলাম সবই

রক্তে আমার মিইশা ছিল সুরেরই ছোয়ায়

হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়ায়

রক্তে আমার মিইশা ছিল সুরেরই ছোয়ায়

হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়ায়

আশায় আশায় কাটলো জীবন ভর

পার হই নাই তবু সুর সাগর

বুকে জমাট বাধা অভিমান

কি নিঠুর এই নিয়তির বিধান

ছাইড়া গেলাম মাটির পৃথিবী

জীবন খেলায় হারাইলাম সবই

কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়

কি পাইলাম আর কি হারাইলাম সঙ্গীতের খেলায়

কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়

কি পাইলাম আর কি হারাইলাম সঙ্গীতের খেলায়

কাইন্দা কাইন্দা বলে আমার মন

ভাংলো কেন সুরেরই স্বপন

বুকে জমাট বাধা অভিমান

কি নিঠুর এই নিয়তির বিধান

ছাইড়া গেলাম মাটির পৃথিবী

জীবন খেলায় হারাইলাম সবই

সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে

রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে

সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে

রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে

আমায় মনে রাইখো চিরদিন

রঙ্গিন নেশায় কইরো না বিলীন

বুকে জমাট বাধা অভিমান

কি নিঠুর এই নিয়তির বিধান

ছাইড়া গেলাম মাটির পৃথিবী

জীবন খেলায় হারাইলাম সবই

বুকে জমাট বাধা অভিমান

কি নিঠুর এই নিয়তির বিধান

ছাইড়া গেলাম মাটির পৃথিবী

জীবন খেলায় হারাইলাম সবই

বুকে জমাট বাধা অভিমান

কি নিঠুর এই নিয়তির বিধান

কি নিঠুর এই নিয়তির বিধান

কি নিঠুর এই নিয়তির বিধান

কি নিঠুর এই নিয়তির বিধান

More From Obscure

See alllogo

You May Like

Chaira Gelam Matir Prithib by Obscure - Lyrics & Covers