menu-iconlogo
huatong
huatong
avatar

শেষ বিকেলের আলোয় Shes Bikeler Alo

Obscurehuatong
naxopana37huatong
Lyrics
Recordings
শেষ বিকেলের আলোয়

বিষাদ সন্ধ্যায়

চলতে চলতে এই পথে

হঠাৎ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকা..ল খুঁজবো তোমায়

Music

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে তারার মেলা

রাতের হিম ঝরে গাছের পাতায়

এমন সময়

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে তারার মেলা

রাতের হিম ঝরে গাছের পাতায়

এমন সময়

হঠাৎ প্রশ্ন জাগে

আর কতকাল খুঁজবো তোমায়

আর কতকা...ল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে জোছনার ধারা

উদাসী পাখি কাঁদে, চেয়ে শূন্যতায়

এমন সময়

মাঝরাতে ঘুম ভাঙে

চেয়ে দেখি আকাশে জোছনার ধারা

উদাসী পাখি কাঁদে, চেয়ে শূন্যতায়

এমন সময়

হঠাৎ প্রশ্ন জাগে

আর কতকা..ল খুঁজবো তোমায়

আর কতকা..ল খুঁজবো তোমায়

শেষ বিকেলের আলোয়

বিষাদ সন্ধ্যায়

চলতে চলতে এই পথে

হঠাৎ প্রশ্ন জাগে

আর কতকা..ল খুঁজবো তোমায়

আর কতকা...ল খুঁজবো তোমায়

কতকা..ল খুঁজবো তোমায়

আর কতকা...ল খুঁজবো তোমায়

কতকা..ল খুঁজবো তোমায়

আর কতকা...ল খুঁজবো তোমায়

কতকা..ল খুঁজবো তোমায়

আর কতকা...ল খুঁজবো তোমায়

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

More From Obscure

See alllogo

You May Like