menu-iconlogo
huatong
huatong
avatar

জীবন সেতো পদ্ম পাতায়

Oishihuatong
oreoprincess2005huatong
Lyrics
Recordings
জীবন সেতো পদ্ম পাতায় শিশির বিন্দু..

মরুভুমির বুকে যেন বিষাদসিন্ধু..

জীবন সেতো পদ্ম পাতায় শিশির বিন্দু..

মরুভুমির বুকে যেন বিষাদসিন্ধু..

মনরে সে জীবন নিয়ে কেন এত কান্না

জীবনের পায়ে দিলি কেন এত ধর্ণা

জীবন সেতো পদ্ম পাতায় শিশির বিন্দু..

মরুভুমির বুকে যেন বিষাদসিন্ধু

আলোকের রূপ ধরে আলেয়া ছোটে

জোনাকির জ্বালা যেন ফুল হয়ে ফোটে

আলোকের রূপ ধরে আলেয়া ছোটে

জোনাকির জ্বালা যেন ফুল হয়ে ফোটে

আহারে রাজার কুমার

সোনার হরিণী চেয়ে মরে মাথা কুটে

আহারে রাজার কুমার

সোনার হরিণী চেয়ে মরে মাথা কুটে

সোনার কাঠি রূপার যাদু

আর না..রে আর না

জীবন সেতো পদ্ম পাতায় শিশির বিন্দু..

মরুভুমির বুকে যেন বিষাদসিন্ধু

জলেরও লিখন যদি কপালের লেখা

প্রেমেরও আগুনে পুড়ে মরণে দেখা

জলেরও লিখন যদি কপালের লেখা

প্রেমেরও আগুনে পুড়ে মরণে দেখা

অবুঝ হিয়া তবু

প্রেমেরও দোসর খুঁজে ফেরে হাটে হাটে

অবুঝ হিয়া তবু

প্রেমেরও দোসর খুঁজে ফেরে হাটে হাটে

ভালবাসা পুতুল খেলা

আর না..রে আর না

জীবন সেতো পদ্ম পাতায় শিশির বিন্দু..

মরুভুমির বুকে যেন বিষাদসিন্ধু..

মনরে সে জীবন নিয়ে কেন এত কান্না

জীবনের পায়ে দিলি কেন এত ধর্ণা

জীবন সেতো পদ্ম পাতায় শিশির বিন্দু..

মরুভুমির বুকে যেন বিষাদসিন্ধু..

জীবন সেতো পদ্ম পাতায় শিশির বিন্দু..

More From Oishi

See alllogo

You May Like