menu-iconlogo
logo

Dil Ki Doya Hoy Na -GB /দিল কি দয়া হয় না

logo
Lyrics
Dil Ki Doya Hoy Na (দিল কি দয়া হয় না)

Singer & Lyricist: Paban Das Baul

Uploaded By Rana

***********

দীন দুনিয়ার মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না।

***********************

***********************

দীন দুনিয়ার মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না।

*******************

সব দিয়ে যার সব কেড়ে নাও,

সব দিয়ে যার সব কেড়ে নাও

তারতো প্রানে সয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না।

***********************

***********************

কাঁটার আঘাত দাও গো যারে তার,

কাঁটার আঘাত দাও গো যারে তার

ফুলের আঘাত সয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না।

***********************

***********************

সেই দুঃখেতে বন্ধু কে মোর,

সেই দুঃখেতে বন্ধু কে মোর

কবরে শোয়াই রে,

দম যেন মোর যায়,

আহা দম যেন মোর যায়।

দীন দুনিয়ার মালিক খোদা,

দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না,

তোমার দিল কি দয়া হয় না।

===ধন্যবাদ===

Dil Ki Doya Hoy Na -GB /দিল কি দয়া হয় না by Paban Das Baul - Lyrics & Covers