menu-iconlogo
logo

Ki Kore Bolbo Tomay

logo
avatar
Palak Muchhal/Paponlogo
Dark_King_🎹🦋dRk21logo
Sing in App
Lyrics
কি করে বলব তোমায়

আসলে মন কি যে চায়

কেনও সে পালিয়ে বেড়ায়

তোমার থেকেই

কি করে বলব তোমায়

কেনও এ মন হাত বাড়ায়

আবারো হাড়িয়ে সে যায়

তোমার থেকেই

তুমি জানতে পারনি

কত গল্প পুড়ে যায়

তুমি চিনতে পারনি

আমাকে হায়

কি করে বলব তোমায়

আসলে মন কি যে চায়

কেনও সে পালিয়ে বেড়ায়

তোমার থেকেই

পথ ভুলে চলে গেছি দূরের কুয়াশায়

তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়

তুমি আমার জিতের বাজী

তুমি আমার হার

কি করে বলব তোমায়

আসলে মন কি যে চায়

কেনও সে পালিয়ে বেড়ায়

তোমার থেকেই

যদি বলি চোরাগলি মনের যায় কোথায়

আসবে কি? রাখবে কি? তোমার ওঠা পড়ায়

তুমি আমার জালিয়ে নেওয়া

কোন শুকতারা

কি করে বলব তোমায়

আসলে মন কি যে চায়

কেনও সে পালিয়ে বেড়ায়

তোমার থেকেই

তুমি জানতে পারনি

কত গল্প পুড়ে যায়

তুমি চিনতে পারনি

আমাকে হায়

কি করে বলব তোমায়

আসলে মন কি যে চায়

কেনও সে পালিয়ে বেড়ায়

তোমার থেকেই

THANKS FOR ALL