menu-iconlogo
huatong
huatong
avatar

Chumki Choleche

Pantho Kanaihuatong
roadrunnerexpresscarhuatong
Lyrics
Recordings
চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে!

রাগ কোরোনা সুন্দরী গো

রাগলে তোমায় লাগে আরো ভালো

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে!

হার মেনেছে দিনের আলো,

রাগলে তোমায় লাগে আরো ভালো…

সুন্দরী চলেছে একা পথেএএএ...

ও টাঙওয়ালি,

হাত করো খালি

চাবুক রেখে আমার হাত ধরোওওও

সেই ভালো...

ও টাঙওয়ালি,

হাত করো খালি

চাবুক রেখে আমার হাত ধরোওওও

সেই ভালো...

একা একা এই পথে চলনা

আর কার নজরে পড়না,

তাহলে যে মরে যাব আমি…

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে!

হার মেনেছে দিনের আলো,

রাগলে তোমায় লাগে আরো ভালো…

সুন্দরী চলেছে একা পথেএএএ...

মুখেতে গালি,

মিঠা মিঠা হেয়ালি,

যত খুশি গালাগালি করোওওওও

লাগে ভালো...

মুখেতে গালি,

মিঠা মিঠা হেয়ালি,

যত খুশি গালাগালি করোওও

লাগে ভালো...

আমাকে পাশে নিয়ে চলোনা

মিষ্টি করে তুমি বলোনা

তোমাকে যে আমি ভালোবাসিইই

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে!

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরো ভালো ও

সুন্দরী চলেছে একা পথে...

চুমকি চলেছে একা পথে

সঙ্গী হলে দোষ কি তাতে!

হার মেনেছে দিনের আলো

রাগলে তোমায় লাগে আরো ভালো ও

সুন্দরী চলেছে একা পথে...

More From Pantho Kanai

See alllogo

You May Like