menu-iconlogo
huatong
huatong
Lyrics
Recordings
আমার সকল অভিযোগে তুমি

তোমার মিষ্টি হাসিটা কি আমি,

আমার না বলা কথার ভাজে

তোমার গানের কত সুর ভাসে,

তোমায় নিয়ে আমার লেখা গানে

অযথা কত স্বপ্ন বোনা আছে,

আমার হাতের আঙুলের ভাজে

তোমাকে নিয়ে কত কাব্য রটে…হে।

ভুলিনিতো আমি

তোমার মুখে হাসি,

আমার গাওয়া গানে

তোমাকে ভালোবাসি।

আসো আবারো কাছে

হাতটা ধরে পাশে,

তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে…হে…

হে…এ।

এই পৃথিবীতে এ...এ...

তোমার পথে পা মিলিয়ে চলা

তোমার হাতটি ধরে বসে থাকা,

আমার আকাশে তোমার নামটি লেখা

সাদার আকাশে কালো আবছা বোনা,

তোমায় নিয়ে আমার লেখা গানে

অযথা কত স্বপ্ন বোনা আছে,

আমার হাতের আঙুলের ভাজে

তোমাকে নিয়ে কত কাব্য রটে।

ভুলিনিতো আমি

More From Piran Khan/Tanveer Evan

See alllogo

You May Like