menu-iconlogo
huatong
huatong
avatar

Ekla Prohor Kate Na

Porshihuatong
mirfelhuatong
Lyrics
Recordings

একলা প্রহর কাটে না আর

আছি তোমার অপেক্ষায়

অভিমানি বন্ধু তুমি

রয়েছো কোন দূর অজানায়

হারিয়ে খুজি তোমায় চাঁদের জোছনায়

নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়

কেন জড়ালে আমায় ভালোবাসায়

কেন জড়ালে আমায় মিছে মায়ায়

hmm hmm hmmm hmmmm

নেই চোখে ঘুম রাত্রি জাগা

দিন কাটে বিষণ্ণতায়

বিরহের নীল বেধেছে বাসা

এই মনেরই আঙ্গিনায়

নেই চোখে ঘুম রাত্রি জাগা

দিন কাটে বিষণ্ণতায়

বিরহের নীল বেধেছে বাসা

এই মনেরই আঙ্গিনায়

হারিয়ে খুজি তোমায় চাঁদের জোছনায়

নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়

কেন জড়ালে আমায় ভালোবাসায়

কেন জড়ালে আমায় মিছে মায়ায়

সুখগুলো সব তোমায় দেবো

পৃথিবীতে আছে যত

প্রেমেরই ফুল ফুটবে শত

তোমারই একটু ছোঁয়ায়

সুখগুলো সব তোমায় দেবো

পৃথিবীতে আছে যত

প্রেমেরই ফুল ফুটবে শত

তোমারই একটু ছোঁয়ায়

হারিয়ে খুজি তোমায় চাঁদের জোছনায়

নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়

কেন জড়ালে আমায় ভালোবাসায়

কেন জড়ালে আমায় মিছে মায়ায়

একলা প্রহর কাটে না আর

আছি তোমার অপেক্ষায়

অভিমানি বন্ধু তুমি

রয়েছো কোন দূর অজানায়

হারিয়ে খুজি তোমায় চাঁদের জোছনায়

নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়

কেন জড়ালে আমায় ভালোবাসায়

কেন জড়ালে আমায় মিছে মায়ায়

More From Porshi

See alllogo

You May Like