menu-iconlogo
huatong
huatong
avatar

Sudhu Tore

Porshi/Zooelhuatong
onidia02huatong
Lyrics
Recordings
কেন এত হারাবার ভয়

কেন মনে সংশয়

ভালবেসে তোকে দূরে হারাব, সে তো হবার নয়

কেন এত হারাবার ভয়

কেন মনে সংশয়

ভালবেসে তোকে দূরে হারাব, সে তো হবার নয়

বন্ধ হলে চোখেরি পাতা, অন্ধ যে চারিদিক

বন্য মনে হন্যে হয়ে হারাই দিক-বিদিক

শুধু তোরে, প্রাণ ভরে ভালবাসব

শুধু তোরে ভালবেসে, এই বুকে জড়াব

শুধু তোরে, প্রাণ ভরে ভালবাসব

শুধু তোরে ভালবেসে, এই বুকে জড়াব

কি যে মায়া তোর মোহতে

কি যে আকুল করা সে যাদু

যায় কি থাকা শুন্য দেহে, যদি না থাকে তাতে প্রাণ

কি যে মায়া তোর মোহতে

কি যে আকুল করা সে যাদু

যায় কি থাকা শুন্য দেহে, যদি না থাকে তাতে প্রাণ

বন্ধ হলে চোখেরি পাতা, অন্ধ যে চারিদিক

বন্য মনে হন্যে হয়ে, হারাই দিক-বিদিক

শুধু তোরে প্রাণ ভরে ভালবাসব

শুধু তোরে ভালবেসে বুকে জড়াব

শুধু তোরে প্রাণ ভরে ভালবাসব

শুধু তোরে ভালবেসে এই বুকে জড়াব

কেন এত হারাবার ভয়

কেন মনে সংশয়

ভালবেসে তোকে দূরে হারাব, সে তো হবার নয়

বন্ধ হলে চোখেরি পাতা, অন্ধ যে চারিদিক

বন্য মনে হন্যে হয়ে হারাই দিক-বিদিক

শুধু তোরে প্রাণ ভরে ভালবাসব

শুধু তোরে ভালবেসে বুকে এই জড়াব।।

More From Porshi/Zooel

See alllogo

You May Like