menu-iconlogo
huatong
huatong
avatar

Ami sudhu cheyechi tomay by pota

potahuatong
sourav__devhuatong
Lyrics
Recordings
মন বড় অবুঝ এই মন

কিছুতে মানেনা হায়।

অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু..

আমি যে চেয়েছি তোমায়,

আমি শুধু চেয়েছি তোমায়।

কখন, জানিনা তো কখন,

আবছা হলে কুয়াশায়।

আমি স্বপ্নের পথে পথে, শুধু..

হায় কত খুঁজেছি তোমায়,

আমি শুধু খুঁজেছি তোমায়,

আমি যে খুঁজেছি তোমায়,

আমি শুধু খুঁজেছি তোমায়।

More From pota

See alllogo

You May Like