জামাই সেজে আমি হাজির হয়েছি
(হাজির হয়েছি, হাজির হয়েছি)
উপহার কী কী পাবো list করেছি
(List করেছি, list করেছি)
জামাই সেজে আমি হাজির হয়েছি
উপহার কী কী পাবো list করেছি
জমিয়ে খাবো আমি ইলিশ-মাংস-কৈ
খাবো আমি চেটেপুটে মিষ্টি, সাথে দই
করো না বেশি সাওয়াল
দেখাবো আমার কামাল
ষষ্ঠীর জামাই আমি hit
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
আসছে সবাই মিলেমিশে
জামাই দেখার আজকে মজা
ভীড়ের মাঝে নতুন করে
তোমাকে আজ শুধু খোঁজা
আসছে সবাই মিলেমিশে
জামাই দেখার আজকে মজা
ভীড়ের মাঝে নতুন করে
তোমাকে আজ শুধু খোঁজা
করো না বেশি সাওয়াল
দেখাবো আমার কামাল
ষষ্ঠীর জামাই আমি hit
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
দুষ্টু ছেলে জামাই সেজে
দেখে আমায় উঁকি দিয়ে
দেখি তোমায় লাজুক চোখে
আছো তুমি এ মন জুড়ে
দুষ্টু ছেলে জামাই সেজে
দেখে আমায় উঁকি দিয়ে
দেখি তোমায় লাজুক চোখে
আছো তুমি এ মন জুড়ে
করো না বেশি সাওয়াল
দেখাবো আমার কামাল
ষষ্ঠীর জামাই আমি hit
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই সেজে আমি হাজির হয়েছি
উপহার কী কী পাবো list করেছি
জমিয়ে খাবো আমি ইলিশ-মাংস-কৈ
খাবো আমি চেটেপুটে মিষ্টি, সাথে দই
করো না বেশি সাওয়াল
দেখাবো আমার কামাল
ষষ্ঠীর জামাই আমি hit
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০
জামাই আমি hit, সবার সাথে fit
বলবে সবাই ছকবাজিতে জামাই ৪২০